প্রতিষ্ঠান পরিচিতি
প্রতিষ্ঠান সম্পর্কে
সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ ১৯৯৮ সাল থেকে বেসরকারী শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি এড কোর্সের মাধ্যমে সহস্রাধিক শিক্ষককে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয়ভাবে সানফ্লাওয়ার টি টি সি অবদান রেখে আসছে। দীর্ঘ এই সময় ধরে, কোন প্রকার অসঙ্গতি , মামলা মোকদ্দমা অথবা অভিযোগ ছাড়া কলেজের কার্যক্রম চলে আসছে। এটি আমাদের জন্য বিশাল এক অর্জন। কলেজের পরিচালনা পরিষদ ১ও শতক জায়গার উপর ৪ তোলা বিল্ডিং কলেজের নাম নামজারী করে দেন করে বিশাল মহানুভবতার উদহারণ তৈরী করেছেন।